Lok Sabha Elections 2024: 'ভোটে বাধা দিলে চড়াম চড়াম, গুড়-বাতাসা দেওয়া হবে', সজলের মুখে কেষ্ট-বুলি
ABP Ananda Live: এবার বিজেপির সজল ঘোষের মুখে কেষ্ট-বুলি, 'ভোটে বাধা দিলে চড়াম চড়াম, গুড়-বাতাসা দেওয়া হবে', 'ওরা যে ভাষা বোঝে, সেই ভাষায় জবাব পাবে', 'মানুষ প্রস্তুত হয়ে আছে, মানুষ জবাব দেবে', ভোটের ২ দিন আগে হুঙ্কার বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের।
অন্য়দিকে, ভোটে আক্রান্ত ঝাড়গ্রামের বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই এফআইআর করল পুলিশের। প্রণত টুডুর বিরুদ্ধে শ্লীলতাহানিসহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু। চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। উল্লেখ্য়, লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফাতেও রক্তাক্ত হয় গণতন্ত্রের উৎসব। পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় আক্রান্ত হন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডু। মাথা ফাটে তাঁর নিরাপত্তারক্ষীর। গাড়ি ভাঙচুর করা হয় প্রার্থীর। কিন্তু আক্রান্তের বিরুদ্ধেই মামলা করল পুলিশ।