Lok Sabha Elections 2024: 'বিষ্ণুপুরের মানুষকে নিয়ে, নিজের কাজ নিয়ে আগ্রহী আমি', মন্তব্য সুজাতা মণ্ডলের
ABP Ananda Live: সুজাতা মণ্ডল বলেন, "বিষ্ণুপুরের মানুষকে নিয়ে, নিজের কাজ নিয়ে আগ্রহী আমি। তার বাইরে কোনও পাগল...কে নিয়ে নয়। ওঁকে নিয়ে কোনও প্রশ্নের উত্তর দেওয়ার প্রবৃত্তি আমার নেই।" সুজাতা জানিয়েছেন, এখনও পর্যন্ত বিষ্ণুপুরে কোনও অভিযোগ পাননি তিনি। শান্তিপূর্ণ ভাবেই ভোট হচ্ছে সেখানে। দু'একটি মেশিন খারপ হয়েছে। সেগুলি বদলে দেওয়ার ব্যবস্থা চলছে।
নির্বাচনের প্রাক্কালে সম্প্রতি সৌমিত্রের বিরুদ্ধে কিছু পোস্টার চোখে পড়ে এলাকায়। 'সৌমিত্র খাঁ-এর চার্জশিট' শীর্ষক পোস্টারে লেখা হয়, 'রাজনৈতিক স্বার্থের জন্য আপনি সরেশ্বর মন্দিরকেও ছাড়লেন না? নিজের স্ত্রীকে তো ছাড়লেনই! উপরন্তু, অন্যের স্ত্রীকে ভোগ কররা জন্য একটি নিরীহ মানুষকেও খুন করলেন? আপনার চেয়ে বড় বালি মাফিয়া কি কেউ আছে গোটা পশ্চিম বাংলায়? এই লম্পটটিকে কি ভোট দেবেন আপনারা'?






















