Kar Dokhole Delhi: তৃতীয়বার সরকার গঠনের রণকৌশল নিয়ে বৈঠক এনডিএ-র। ABP Ananda Live
LokSabha Election 2024: তৃতীয়বার সরকার গঠনের রণকৌশল নিয়ে বৈঠক এনডিএ (NDA)-র। এনডিএ-কে সমর্থনপত্র দিলেন নীতীশ কুমার (Nitish Kumar), চন্দ্রবাবু নায়ডু, খবর সূত্রের। আজই রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাবে এনডিএ, খবর সূত্রের। নীতীশ-চন্দ্রবাবুকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে যাবেন জেপি নাড্ডা (JP Nadda), খবর সূত্রের। শুক্রবার এনডিএ-র পরবর্তী বৈঠক। দিল্লিতে শুরু এনডিএ-র বৈঠক, যোগ দিলেন নীতীশ-নায়ডু। তৃতীয়বার সরকার গঠনের রণকৌশল নিয়ে বৈঠকে। এনডিএ সরকার গড়তে দুই শরিক নেতা নীতীশ ও নায়ডুর দিকে তাকিয়ে মোদি (PM Narendra Modi)। আমরা এনডিএ-র সঙ্গে, দিল্লি পৌঁছে বললেন চন্দ্রবাবু নায়ডু। নীতীশ-নায়ডুর ২৮ আসনই সরকার গঠনের চাবিকাঠি। ৮ জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ মোদির? বললেন, রাজনীতিতে উত্থান-পতন থাকে। প্রথম দফা বৈঠকের পর শুক্রবার ফের এনডিএ-র বৈঠক। তারপর সরকার গড়ার দাবি পেশ। ABP Ananda Live