Loksabha Election 2024: সরকার গঠনের পথে এনডিএ জোট, সমর্থন করলেন নীতিশ-নায়ডু। ABP Ananda Live
Loksabha Election: তৃতীয়বার সরকার গঠনের রণকৌশল নিয়ে বৈঠক এনডিএ-র (NDA)। এনডিএ-কে সমর্থনপত্র দিলেন নীতীশ কুমার (Nitish Kumar), চন্দ্রবাবু নায়ডু, খবর সূত্রের। আজই রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের দাবি জানাবে এনডিএ, খবর সূত্রের। নীতীশ-চন্দ্রবাবুকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে যাবেন জেপি নাড্ডা, খবর সূত্রের। শুক্রবার এনডিএ-র পরবর্তী বৈঠক। ৮ জুন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ মোদির (PM Narendra Modi)? বললেন, রাজনীতিতে উত্থান-পতন থাকে। প্রথম দফা বৈঠকের পর শুক্রবার ফের এনডিএ (NDA)-র বৈঠক। তারপর সরকার গড়ার দাবি পেশ। সরকার গঠনের আগে নীতীশ (Nitish Kumar)-নায়ডুর দাবির তালিকা ক্রমেই লম্বা। অন্তত ৩ জন করে ক্যাবিনেট মন্ত্রীপদ চেয়েছেন দুজনেই। পূর্ণ মন্ত্রিত্ব চাইছেন জিতনরাম, চিরাগ, একনাথরাও, খবর সূত্রের। ABP Ananda Live
![Manipur Chief Minister resigns: মণিপুরে লাগাতার হিংসা, ঘরে-বাইরে চাপের মুখে মুখ্যমন্ত্রীর ইস্তফা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/02/10/a415ad8002f708faa13fc71842e1250f1739169246428535_original.jpg?impolicy=abp_cdn&imwidth=470)
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)