Mamata on E-Scooter: 'ভোটের আগে নাটক করছেন', মুখ্যমন্ত্রীর ই-স্কুটার সওয়ারকে কটাক্ষ Adhir Chowdhury-র
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর অভিনব প্রতিবাদের সাক্ষী শহর কলকাতা। বৃহস্পতিবার নবান্ন থেকে নিজেই ইলেকট্রিক স্কুটার চালিয়ে বেরিয়ে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। যদিও স্কুটারের গতি খুবই কম। মুখ্যমন্ত্রীর পাশে রয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রসঙ্গত এদিন সকালে ইলেকট্রিক স্কুটারে চড়ে নবান্নে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী। নবান্ন আসার পথে স্কুটার চালিয়েছিলেন ফিরহাদ হাকিম। এই নিয়ে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhiar Ranjan Chowdhury) বলেন, "সারা ভারতে ইলেকট্রিক স্কুটার ব্যবহার করা উচিৎ। তাতে জ্বালানির উপর নির্ভরতা কমবে। মুখ্যমন্ত্রী এখন কেন করছেন, অনেক আগে করা উচিত ছিল। ভোটের আগে নাটক করছেন। করোনা চলাকালীন মুখ্যমন্ত্রী পেট্রোপণ্যের উপর একের পর এক ভ্যাট বসিয়েছেন। তাঁকে আগে বলতে হবে ভ্যাট চাপিয়ে তিনি কত রোজগার করেছেন? মানুষকে কত দিয়েছেন?"