Panchayat Election : কাল পঞ্চায়েত ভোট, লেহ্ থেকে এয়ারলিফটে রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী
কাল পঞ্চায়েত ভোট, লেহ্ থেকে এয়ারলিফটে রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী। লেহ্ থেকে এয়ারলিফট করে, পানাগড়ে আনা হল ৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এল ২ প্লাটুন কেন্দ্রীয় বাহিনীও
পানাগড়ে পৌঁছনোর পর, সেখান থেকে নির্দিষ্ট জায়গায় মোতায়েন করা হবে। ১ থেকে ২টি বুথে মোতায়েন থাকবে ৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। ৩ থেকে ৪টি বুথ আছে এমন জায়গায় মোতায়েন থাকবে ৮ জন জওয়ান। ৫ থেকে ৬টি বুথ আছে এমন জায়গায় থাকবে ১২ জন জওয়ান। ৭ এবং ৭-এর অধিক বুথে মোতায়েন থাকবে ১৬ জন জওয়ান
স্ট্রং রুমে মোতায়েন থাকবে ১ কোম্পানি অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর ৮০ জন জওয়ান। বাহিনী ভাগ করে মোতায়েন সংক্রান্ত স্বরাষ্ট্রমন্ত্রকের ফর্মুলা মেনে নিল রাজ্য নির্বাচন কমিশন। স্পর্শকাতর বুথগুলিকে দেওয়া হবে অগ্রাধিকার






















