নজরে ৯ চটজলদি: ভোটে প্রচারে রাজ্যে ১০ দিনে অন্তত ৩০টি সভা করতে পারেন Rajnath Singh
শুক্রবার তৃণমূলের (TMC) পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। শুক্রবার বিজেপিরও (BJP) প্রথম দু'দফার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। আগামী ১১ মার্চ অর্থাৎ শিবরাত্রির দিন নন্দীগ্রামে প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করতে পারেন তৃণমূল নেত্রী। ২৯৪টি আসনে শুক্রবার তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রার্থী তালিকায় অন্তত ৪০ জন নতুন মুখ। অন্যদিকে বিজেপি থেকে প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে বিজেপি। ভোটে প্রচারে রাজ্যে ১০ দিনে অন্তত ৩০টি সভা করতে পারেন রাজনাথ সিং (Rajnath Singh)। খবর বিজেপি সূত্রে। ১৪ মার্চ থেকে প্রচার শুরু করবেন প্রতীরক্ষামন্ত্রী। গতকাল মোদি (Narendra Modi), অমিত শাহ (Amit Shah), নাড্ডার (J P Nadda) সভার ঘোষণা করে বিজেপি। তিনজনে মোট ১২০টি সভা করবেন বলে জানানো হয়। কলকাতা গোয়েন্দা প্রধানের নাম করে গোপন ভিডিও ভাইরালের হুমকি। নারকেলডাঙায় আত্মঘাতী অভিনেতা অঙ্কুশের (Ankush Hazra) সহকারী।