Om Birla: টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। ABP Ananda Live
Parliement Session 2024: ফের লোকসভার স্পিকার ওম বিড়লা (Om Birla)। ধ্বনি ভোটে স্পিকার নির্বাচনে জয়ী এনডিএ (NDA) প্রার্থী ওম বিড়লা। টানা দ্বিতীয়বার লোকসভার স্পিকার হলেন ওম বিড়লা। ওম বিড়লাকে স্পিকার করার জন্য লোকসভায় প্রস্তাব আনবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। সহমতে নয়, লোকসভার স্পিকারে এবার ভোটাভুটি । লোকসভায় (Loksabha Elecion 2024) এনডিএ-র আসন ২৯২, ইন্ডিয়া জোটের ২৩৪। এনডিএ প্রার্থী ওম বিড়লা, ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশ। স্পিকার নির্বাচনে কংগ্রেসের সুরেশকেই সমর্থন তৃণমূলের (TMC News)। গতকাল মমতার সঙ্গে রাহুলের (Rahul Gandhi) কথায় কাটল জট। মমতার সঙ্গে প্রায় ২০ মিনিট ফোনে কথা রাহুলের: সূত্র। স্পিকার নির্বাচনের জন্য় সাংসদদের উদ্দেশ্যে হুইপ জারি কংগ্রেসের (Congress)। গতবার দেড়শো জন বিরোধী সাংসদকে সাসপেন্ড করেছেন। শাসক দলের চাপের কাছে মাথা নত করেছেন। বিরোধীদের বলতে দিন। স্পিকারের দায়িত্ব স্মরণ করিয়ে বার্তা সুদীপের(sudip banerjee)। ABP Ananda Live