Tathagata Roy on BJP: 'আমরা নির্বাচনের টাকা নিয়ে ঘুরে বেরিয়েছি, প্রমাণ থাকলে দেখান', তথাগত রায়ের মন্তব্যের পাল্টা শ্রাবন্তী
বিধানসভা নির্বাচনে তারকাদের বিজেপির (BJP) প্রার্থী করা নিয়ে বিস্ফোরক মন্তব্য তথাগত রায়ের (Tathagata Roy)। ট্যুইট করে দলীয় নেতৃত্বকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। লেখেন, "এইসব তারকাদের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। এই মহিলারা রাজনৈতিকভাবে সম্পূর্ণ বুদ্ধিহীন। এঁরা মদন মিত্রের সঙ্গে স্টিমারে চেপে প্রমোদ ভ্রমণে গিয়েছিলেন। প্রমোদ ভ্রমণে গিয়েছিলেন নির্বাচনের মাত্র একমাস আগে। এঁরা প্রত্যেকেই নির্বাচনে হেরে ভূত হয়েছেন। কিন্তু এই মহিলাদের কী গুণ আছে? এঁদের কে আর কেনই বা টিকিট দেওয়া হয়েছিল? কৈলাস, শিবপ্রকাশ, দিলীপ, অরবিন্দ প্রভুরা একটু আলোকপাত করবেন কী? বিজেপির টিকিট পেলে নির্বাচনের কাজের জন্য যথেষ্ট অর্থও পাওয়া যায়। এর কি অন্য কোনও উদ্দেশ্য আছে তাহলে?" তিনি এই প্রার্থীদের 'নগরীর নটী' বলেও সম্বোধন করেন। এই নিয়ে বিজেপি নেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) বলেন, "উনি এতদিন ধরে বিজেপি করছেন উনি কী করে তিনজন মহিলার নামে কোনও প্রমাণ ছাড়া এই ধরনের কথা বলতে পারেন? ওঁনার কাছে কি কোনও প্রমাণ আছে আমরা নির্বাচনের টাকা নিয়ে ঘুরে বেরিয়েছি। প্রমাণ থাকলে দেখান আগে।"