WB Election 2021: নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই, আমি গণতন্ত্র নিয়ে চিন্তিত, বললেন মমতা
নন্দীগ্রামের বয়ালে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের পোলিং এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ। তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা যেতেই উত্তেজনা। তৃণমূলনেত্রীকে ঘিরে জয় শ্রীরাম স্লোগান। পাল্টা বিক্ষোভ তৃণমূলের। প্রায় দু’ঘণ্টা সেখানে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় বুথ থেকে বেরিয়ে এসে তিনি বলেন, ‘নন্দীগ্রামের বিজেপি প্রার্থী অসভ্যতা করেছে। ইলেকশন কমিশন চালাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনীকে স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিচ্ছে। ইলেকশন কমিশন চুপ করে রয়েছে। সব বাইরের লোক, গুন্ডা...বিহার-ইউপি থেকে এনেছে। এদের রক্ষা করছে কেন্দ্রীয় বাহিনী। বাংলা বলতে পারে না, আউটসাইডার। গোটা বাংলায় বিজেপি জিততে পারবে না। তৃণমূলই জিতবে। আমি নন্দীগ্রাম নিয়ে চিন্তিত নই। আমি গণতন্ত্র নিয়ে চিন্তিত।’






















