West Bengal Election 2021: নিমতায় আক্রান্ত BJP কর্মীর মায়ের মৃত্যু, নিমতা থানা ঘেরাও
নিমতায় আক্রান্ত বিজেপি (BJP) কর্মীর বৃদ্ধা মায়ের মৃত্যু। ২৬ ফেব্রুয়ারি তৃণমূলের (TMC) বিরুদ্ধে হামলার অভিযোগ। অসুস্থ ছিলেন বৃদ্ধা, রাজনীতির কিছু নেই, দাবি তৃণমূলের। বৃদ্ধার ডেথ সার্টিফিকেটে সই বিজেপির চিকিৎসক প্রার্থীর। উত্তর দমদমের বিজেপি প্রার্থী চিকিৎসক অর্চনা মজুমদার। মৃত্যু নিয়ে রাজনীতির অভিযোগ, কমিশনের হস্তক্ষেপ চায় তৃণমূল।
"ভোটের দিন গন্ডোগোল পাকাতে ভিন রাজ্যের পুলিশ সাজিয়ে রাখা হয়েছে বিজেপির ক্যাডারদের। সেই জন্য কেনা হয়েছে উর্দিও।" অভিযোগ মমতা বন্দ্য়োপাধ্যায়ের (Mamata Banerjee)। পাল্টা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) আক্রমণ, "মমতা বন্দ্য়োপাধ্যায় ইদের দিন নামাজ পড়তে যান হিজাব পরে। উনি মমতা বেগম। তোষণের রাজনীতি করেছেন। বিজেপি সব কা সাথ সবকা বিকাশ করে। মমতার কাছে লোকে চাকরি চাইছে। ওঁনার কাছে চাকরি নেই, শিল্প নেই। ওঁনার নাটক লোকে ধরে ফেলেছে।"