West Bengal Election 2021: বেহালা পূর্বের BJP প্রার্থীকে 'বাধা', 'কিছুই হয়নি, অভিনয় করছেন পায়েল', কটাক্ষ Ratna Chatterjee-র
ঠাকুরপুকুরে গিয়ে বাধার মুখে পড়লেন বেহালা পূর্বের বিজেপি পার্থী পায়েল সরকার (Payel Sarkar)। এদিন কলকাতা পুরসভার ১৪৪ নম্বর ওয়ার্ডে প্রচারে যান বিজেপি (BJP) প্রার্থী। সেই সময় ঠাকুরপুকুর থানার সামনে তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়। আটকে পড়েন বেহালা পূর্বের বিজেপি পার্থী পায়েল সরকার।
পায়েল বলেন, "আমরা ১৪৪ নম্বর ওয়ার্ডে প্রচার করছিলাম। প্রচারের সময় আমাদের ছেলে-মেয়েদের উপর হামলা চালানো হয়। ১৫ থেকে ২০ জন হঠাৎ করে এসে তাদের মারধর করতে থাকে। মহিলাদেরও ছাড়া হয়নি। কটুক্তি করা হয়। আমাকেও গালাগালি করা হয়েছে। পুলিশ কোনও ফোর্স পাঠায়নি। বাধ্য হয়ে ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করেছি। থানার মধ্যে ঢুকে একজন মহিলা আমায় গালাগালি করেছেন এবং জুতো ছুড়ে মেরেছেন।"
পায়েলের অভিযোগকে উড়িয়ে দিয়েছেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। তিনি বলেন, "কিছুই হয়নি, অভিনয় করছেন পায়েল।"