West Bengal Election 2021: বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র দিনহাটা, পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস পুলিশের
দিনহাটায় (Dinhata) বিজেপি (BJP) কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার। মৃতের নাম অমিত সরকার (Amit Sarkar)। বুধবার সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বিজেপি কর্মীদের দাবি, অমিতকে পরিকল্পিতভাবে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। মৃতদেহ উদ্ধার করলে গেলে বাধা দেওয়া হয় পুলিশকে। পরে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়। দফায় দফায় চলছে বিজেপির বিক্ষোভ। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলেও অভিযোগ। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাস ব্যবহার। এক তৃণমূল কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। তৃণমূল পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ। ঘটনাস্থলে যান দিনহাটার বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক (Nishith Pramanik)। তিনি ঘটনার সিবিআই (CBI) তদন্তের দাবি করেছেন তিনি। অন্যদিকে কৈলাস বিজয়বর্গীয় (Kailash Vijayvargiya) বলেন, ‘এই সব পিসি-ভাইপোর খেলা। এইভাবে নির্বাচনের আগে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছেন মমতা (Mamata Banerjee)।’ দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ (Udayan Guha) বলেন, ‘বিজেপি রাজনৈতিক স্বার্থের জন্য আমাদের বিরুদ্ধে অভিযোগ করছে।’