West Bengal Election 2021: প্রচারে গলা শুকোলে লজেন্সেই ভরসা দেবদূতের
১০ই এপ্রিল টালিগঞ্জ (Tollygunge) বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ। সব দলের তরফেই তুঙ্গে প্রচার। এই কেন্দ্রের বিজেপি (BJP) প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo), তৃণমূল কংগ্রেস (TMC) প্রার্থী অরূপ বিশ্বাস (Arup Biswas) এবং সংযুক্ত মোর্চা সমর্থিত সিপিএম (CPM) প্রার্থী দেবদূত ঘোষ (Debdut Ghosh)। সারাদিন প্রচার ও বৈঠকের ফাঁকে পার্টি অফিসেই খাওয়া-দাওয়া সারছেন দেবদূত। এদিন তিনি বলেন, ‘২০০১ সালে বিয়ের পর থেকে আমি বাড়ির খাবারই খাই। আজ দই-চিঁড়ে খেলাম। কখনো ডাল-ভাত খাই।’ গরমে প্রচারে বেরিয়ে এলাহি খাওয়া-দাওয়া নয়, সাদামাটা পুষ্টিকর খাবারেই ভরসা দেবদূতের। প্রচারের মাঝে গলা শুকিয়ে গেলে লজেন্স আর জলই ভরসা। মাঝে মধ্যে চায়ে চুমুক দিয়ে তাজা হয়ে নিচ্ছেন। ক্লান্ত হলে ওআরএস খেয়ে নেন দেবদূত। রাতে বাড়ি ফিরে নিরামিষ-ভাত খেয়ে শেষ করছেন দিন।






















