West Bengal Election 2021: বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের দলীয় অফিসে বিস্ফোরণ
শনিবার বাঁকুড়ার জঙ্গলমহলের চার আসনে ভোট। ভোট রয়েছে পাশের জেলা পশ্চিম মেদিনীপুরের শালবনিতেও। তার ঠিক কয়েক ঘণ্টা আগেই শুক্রবার দুপুরে শালবনী সংলগ্ন বাঁকুড়ার জয়পুরে তৃণমূলের পার্টি অফিসে বিস্ফোরণ হল। বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়েছে তৃণমূলের পার্টি অফিসের একাংশ। ক্ষতি হয়েছে পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা মোটর বাইকেও।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার দুপুর তিনটে নাগাদ প্রচন্ড শব্দে কেঁপে ওঠে এলাকা। দেখা যায়, মুরলিগঞ্জে তৃণমূলের এই পার্টি অফিসে বিস্ফোরণ হয়েছে। এই ঘটনায় তৃণমূলের ৪-৫ জন আহত হয়েছেন। যদিও, পার্টি অফিসে বিস্ফোরণের কথা অস্বীকার করে পাল্টা হামলার অভিযোগ তুলেছে তৃণমূল। তৃণমূলের এই দাবি মানতে নারাজ বিজেপি ও সংযুক্ত মোর্চা।






















