West Bengal Election 2021: 'হালকাচালে বলা কথাকে BJP গুরুত্ব দিয়েছে দেখে আমি খুশি', অডিও-কাণ্ডে জবাব প্রশান্ত কিশোরের
অমিত মালব্যের (Amit Malabya) ট্যুইট (Tweet) করা অডিও নিয়ে রাজনৈতিক তরজা। তৃণমূল কংগ্রেসের (TMC) হয়ে পাল্টা ট্যুইট করলেন প্রশান্ত কিশোর (Prashant Kishor)। ট্যুইটে প্রশান্ত লেখেন, ‘নিজেদের নেতাদের থেকে আমার হালকাচালে বলা কথাকে বিজেপি গুরুত্ব দিয়েছে দেখে আমি খুশি। নির্দিষ্ট কিছু অংশের বদলে তাঁদের উচিউত ছিল পুরো কথোপকথন প্রকাশ করা। বিজেপি পশ্চিমবঙ্গে ১০০-র কম আসন পাবে।’ প্রসঙ্গত, অমিত মালব্য অডিও ট্যুইট করে বলেন, ‘কংগ্রেস (Congress), বাম (Left) আর তৃণমূল (TMC), সবাই মুসলিম ভোট নিয়ে রাজনীতি করে। প্রথমবার সেখানে হিন্দুরা জেগে উঠেছে। এখন নরেন্দ্র মোদি (Narendra Modi) বাংলায় অত্যন্ত জনপ্রিয়। বিজেপি (BJP) বাংলায় অনেক ভোটে জিতবে।’






















