West Bengal Election 2021: বেহালা পূর্বে প্রার্থী নয় কেন, ‘অভিমানে’ BJP ত্যাগ শোভনের, সঙ্গী বৈশাখী
রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) থেকে প্রবীর ঘোষাল, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, দীপক হালদার – একাধিক তৃণমূলত্যাগী বিধায়কদের তাঁদের পুরনো কেন্দ্রে প্রার্থী করেছে বিজেপি (BJP)। তবে তাৎপর্যপূর্ণভাবে বেহালা পূর্ব থেকে তৃণমূলত্যাগী প্রাক্তন মন্ত্রী তথা মেয়র শোভন চট্টোপাধ্যায়কে (Sovan Chatterjee) প্রার্থী করল না গেরুয়া শিবির। ওই আসনে অভিনেত্রী পায়েল সরকারকে (Payel Sarkar) প্রার্থী করেছে গেরুয়া শিবির। আর এই দফার প্রার্থী তালিকায় নামই নেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের (Baishakhi Banerjee)। এরপরেই কলকাতা জোনের বিজেপির পর্যবেক্ষক পদ থেকে শোভন চট্টোপাধ্যায় এবং কলকাতা জোনের বিজেপির সহ আহ্বায়ক পদ থেকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন। দল ছাড়ার সিদ্ধান্ত জানিয়ে ইতিমধ্যে দিলীপ ঘোষকে (Dilip Ghosh) চিঠি পাঠিয়ে দিয়েছেন শোভন ও বৈশাখী।






















