West Bengal Election 2021: 'তৃণমূলকে ভোট না দিলে ব্লক হয়ে যাবে স্বাস্থ্যসাথী কার্ড', নেতার ভাইরাল মন্তব্যে তরজা
তৃণমূল কংগ্রেস (TMC) নেতার বিতর্কিত বক্তব্যের ভিডিও ভাইরাল। ‘তৃণমূলকে ভোট না দিলে ব্লক হয়ে যাবে স্বাস্থ্যসাথী কার্ড’, (Swasthya Sathi) এমনই হুঁশিয়ারি দিলেন আমডাঙা (Amdanga) ব্লক তৃণমূল সম্পাদক শেখ নুরুল মইন (Sheikh Nurul Moin)। আইএসএফ (ISF) সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) খাবে, পরবে আর গান গাইবে, না? প্রতিশোধ নেওয়া হবে। তাদের স্বাস্থ্যসাথী, রেশন কার্ড ব্লক করে দেওয়া হবে।’ এই প্রসঙ্গে বাম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) বলেন, ‘এরই নাম তৃণমূল। এরা হুমকি দেবে, লুঠ করবে, তোলাবাজি করবে। শুধু কর্মীরা না, তৃণমূলের বড় বড় নেতারাও হুমকি দিচ্ছে। এরা রাজতন্ত্র চালাচ্ছে। দিদির উন্নয়নের জোয়ার না ভাটা হচ্ছে। তৃণমূল নেতারা দলে দলে বিজেপিতে (BJP) চলে যাচ্ছে।’






















