West Bengal Elections 2021: 'ডবল ইঞ্জিন সরকার চাইছে, যাতে চুরি করলে ধরা না পড়ে', ডেবরায় আক্রমণাত্মক অভিষেক
ডেবরায় তৃণমূল কংগ্রেসে (TMC) প্রার্থী হুমায়ূন কবীরের (Humayun Kabir) সমর্থনে রোড শো শেষে নির্বাচনী সভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথীর মতো অনেক প্রকল্প চালু করে দেখিয়ে দিয়েছেন উন্নয়ন কীভাবে করতে হয়। তিনি বলছেন আমার ১০ বছরের কাজের হিসাব নাও। আমাদের সরকার থাকলে আরও অনেক কিছু দেবে। তাই হিসাব নিয়ে জোড়াফুলে ভোট দিন। আপনি ফাঁকা ভাষণে ভোট দেবেন, নাকি রেশনে ভোট দেবেন তা আপনার সিদ্ধান্ত। ওরা অত্যাচার করে, আমরা উন্নয়ন করি। বিজেপি সাংসদের বাড়ির লোকই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তৃণমূল বাংলায় যা দিচ্ছে, বিজেপির কোন রাজ্যে তা দেয় না। ওরা ডবল ইঞ্জিন সরকার চাইছে যাতে চুরি করলে ধরা না পড়ে।’






















