West Bengal Elections: "রাজনৈতিকভাবে লড়তে পারে না, রেড করার ভয় দেখায়", পাঁশকুড়ার সভায় বিজেপিকে নিশানা মমতার
হলদিয়া, খেজুরির পর পাঁশকুড়ার সভায় যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ‘আমাদের সরকার থাকলে আপনাদের আর রেশন দোকানে যেতে হবে না। দুয়ারে সরকার বিনামূল্যে বাড়িতে রেশন পৌঁছে দেবে। মোদি সরকার গ্যাসের দাম বাড়িয়ে ৮০০ টাকা করে দিয়েছে। নির্বাচনের আগে ১০০ কমাতে পারে, আবার পরে বাড়িয়ে দেবে। কেরোসিন তেল দিচ্ছে না। পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে দিচ্ছে। তাই গরিব মানুষ নরেন্দ্র মোদিকে ভোট দেবে না, বিজেপি ভোট পাবে না। বিজেপির (BJP) নেতারা সব ডাকাত। পিএম কেয়ারে কোভিডের জন্য আসা টাকা নরেন্দ্র মোদি ফাঁকা করে দিয়েছে। জনসাধারণকে আমি টাকা দিয়ে কোভিড টিকা দিতে চেয়েছিলাম, কিন্তু কেন্দ্রীয় সরকার দিল না। বিহারে নির্বাচনের আগে ইনজেকশন দেওয়ার নামে ভোট চাইল। ভোট পাওয়ার পর দিল না, পালিয়ে গেল। প্রত্যেককে ১৫ লক্ষ টাকা করে দেবে বলেছিল মোদি, দেয়নি। জনগণের লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করতে সেই দিয়ে ভোট কেনার চেষ্টা করবে। ওরা টাকা দিলেও ওদের ভোট দেবেন না। আমি এই রাজ্যে এনপিআর, এনআরসি হতে দেব না। রেড করার ভয় দেখায়, রাজনৈতিকভাবে বিজেপি লড়াই করতে পারে না।’