এক্সপ্লোর
Vidya Balan:'ওঁর পরের ছবির গল্প, সামান্য শুনিয়েছিলেন', গৌতম হালদারের স্মৃতিচারণা বিদ্যা বালনের।ABP Ananda LIVE
'দুর্গাপুজোর পর, শ্রীভূমির পুজো উদ্বোধনের পর গৌতমদার বাড়ি গিয়েছিলাম। ওঁর পরের ছবির গল্প, সামান্য শুনিয়েছিলেন। বলেছিলেন, বাকিটা মুম্বই গিয়ে শোনাব...ঈশ্বর ওঁর আত্মাকে যেন শান্তি দেন', চলচ্চিত্র পরিচালক গৌতম হালদারের প্রয়াণে শোকবার্তা বিদ্যা বালনের। গৌতম হালদার পরিচালিত ছবি ভাল থেকো-তে অভিনয় করেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন বিদ্যা বালন।
তাঁর সেই ছবি জাতীয় পুরস্কারও জিতেছিল। শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।
আরও দেখুন






















