এক্সপ্লোর
ঊর্মির সাত্যকির মালাবদল, লেহঙ্গা-গয়নায় সেজে জমজমাট 'এই পথ যদি না শেষ হয়' পরিবারের করবা চৌথ
অন্যান্য দিনের থেকে আজকের দিনটা বেশ আলাদা। লাল বেনারসি, লেহঙ্গা, ভারি গয়নায় সেজেছে সরকার বাড়ির মেয়েরা। সাবেকি সাজের ছোঁয়া ছেলেদের পোশাকেও। কারণ? ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়'-এর সেটে পালিত হচ্ছে করবা চৌথ। ঊর্মির উদ্যোগে পরিবারের সবাই সেজেছে নতুন বেশে, শিখছে নতুন ব্রতর নিয়ম! কেবল অন ক্যামেরা নয়, অফ ক্যামেরাও- সেটে চলছে দেদার মজা। শ্যুটিংয়ের ফাঁকে কী বলছেন কলাকুশলীরা? এবিপি লাইভে দেখে নিন 'এই পথ যদি না শেষ হয়' ধারাবাহিকের অন্দরমহলের গল্প।
আরও দেখুন






















