Lawho Gouranger Naam Re: নীলাচলে শুরু হল 'লহ গৌরাঙ্গের নাম রে' শ্যুটিং । সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির পুরো টিম হাজির
ABP Ananda LIVE: পুরীর সমুদ্র সৈকত হঠাৎ কয়েক শতাব্দী পিছিয়ে গেল। সময়ের চাকা গড়াল পিছন দিকে। আর সেই অতীত দর্শনই ক্যামেরাবন্দি হল 'লহ গৌরাঙ্গের নাম রে'-র শিরানামে। নীলাচলে শুরু হল 'লহ গৌরাঙ্গের নাম রে' শ্যুটিং। সৃজিত মুখোপাধ্যায়ের নতুন ছবির পুরো টিম হাজির । পুরীর সমুদ্র সৈকতে। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, ব্রাত্য বসু, ইন্দ্রনীল সেনগুপ্ত, ইশা সাহা, দেবদূত ঘোষ, অনন্যা বন্দ্যোপাধ্যায় ফ্রেমবন্দি হলেন তাঁদের চরিত্রের লুকেই।
আরও খবর...
লহ গৌরাঙ্গের নাম রে-র তারকা তালিকা প্রকাশ্যে আসার । পর থেকেই সোশাল মিডিয়ায় চর্চা চলছে ছবিটিকে ঘিরে। চৈতন্যদেবের জীবনের ছায়ায়, তিনটি যুগের কাহিনি নিয়ে ছবিটির চিত্রনাট্য লেখা হয়েছে। শুভশ্রী এই ছবিতে বিনোদিনীর ভূমিকায় অভিনয় করছেন। নিত্যানন্দের ভূমিকায় রয়েছেন যিশু সেনগুপ্ত। গিরীশ ঘোষের চরিত্রে অভিনয় করছেন ব্রাত্য বসু। ইন্দ্রনীল
সেনগুপ্ত এক অভিনেতার ভূমিকায় অভিনয় করছেন, আর ইশা সাহা রয়েছেন একজন চিত্র পরিচালকের চরিত্রে। দেবদূত ঘোষ মোট তিনটি চরিত্রে অভিনয় করছেন এই ছবিতে।
বিষ্ণুপ্রিয়া এবং রানিমাক চরিত্রদুটির পাশাপাশি এক শিল্পনির্দেশকের ভূমিকায় রয়েছেন অনন্যা বন্দ্যোপাধ্যায়।






















