Allu Arjun:রাত কাটল জেলে। হাইকোর্টে জামিনের পর সকালে জেলমুক্তি দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের
ABP Ananda Live: শুক্রবার সারাটা দিন ধরে যেন সিনেমার মতোই চিত্রনাট্য লেখা হল অল্লু অর্জুনের বাস্তব জীবনেও। প্রথমে গ্রেফতার, নিম্ন আদালতে ১৪ দিনের জেল হেফাজত, তারপর হাইকোর্টে জামিন। অনিয়ন্ত্রিত ভিড়ে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় অল্লুকে কেন দায়ী করা হবে? এই প্রশ্ন তুলেই সরব হয়েছেন বহু তারকা। তবে শনিবার সকালে হায়দরাবাদের চঞ্চলগুড়া সেন্ট্রাল জেল থেকে মুক্তি পেয়েছেন অল্লু। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে অল্লু অর্জুনের জামিন হয়।
'আশা হারালে চলবে না, বিচার ছিনিয়ে আনতেই হবে। মেয়ে সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠছিলেন বলেই তাঁকে সরিয়ে দেওয়া হল। সিবিআই কী করছে জানি না, আইনি লড়াই চালিয়ে যেতে হবে', সন্দীপ-অভিজিতের জামিনের ২৪ ঘণ্টা পর প্রতিক্রিয়া নিহত চিকিৎসকের বাবা-মায়ের।
সকালে উকিলদের সঙ্গে কথা বলতে আসেন নির্যাতিতার মা-বাবা। সারাদিন নানা কর্মসূচিতে যোগ দেওয়ার কথাও রয়েছে। কারণ এ লড়াইয়ের শেষ দেখে ছাড়বেন তাঁরা, সেই বার্তাই দিলেন। নির্যাতিতার মায়ের কথায়, 'কী কারণে আইনজীবী সুপ্রিম কোর্টে এই মামলা থেকে সরে দাঁড়ালেন সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। আমরা জানি না কেন এটা হল। কোনও যোগাযোগ হয়নি। ফোন করলেও আর ফোন ধরছেন না। সিবিআই কী ভাবছে আমরা জানি না।'