(Source: ECI/ABP News/ABP Majha)
Rahul Mukherjee: পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সিনেমার শ্যুটিং নিয়ে এখনও অব্যাহত জট। ABP Ananda Live
ABP Ananda Live: পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের সিনেমার শ্যুটিং নিয়ে অব্যাহত রইল জট। পরিচালক সংগঠনের ছাড়পত্র মিললেও বেঁকে বসলেন টেকনিশিয়ানরা। ফলে ফ্লোরে এসেও ফিরে যেতে হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্যের মতো অভিনেতাদের। আর এই পরিস্থিতিতে পরিচালক ও তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর গলায় শোনা গেল কার্যত হুঁশিয়ারি। অন্যদিকে, রাহুল মুখোপাধ্যায় পরিচালক থাকলে কাজে যোগ দেওয়া হবে না, নিজেদের অবস্থানে অনড় থেকে জানিয়ে দিল টেকনিশিয়ানদের সংগঠন।
কয়েক ঘণ্টা আগেই পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ওপর থেকে কর্মবিরতির নির্দেশ তুলে নিয়েছিল পরিচালকদের সংগঠন। মিলেছিল শ্যুটিং শুরুর অনুমতিও। কিন্তু বেঁকে বসল টেকনিশিয়ানদের সংগঠন ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া।
শনিবার সকালে টালিগঞ্জের টেকনিশিয়ানস স্টুডিওয় পরিচালক-অভিনেতারা এলেও, গরহাজির থাকলেন টেকনিশিয়ানরা। ফলে এদিন হল না পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবির শ্যুটিং। ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়ার সভাপতি হলেন তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। সেই সংগঠনকেই কার্যত পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূলেরই বিধায়ক রাজ চক্রবর্তী।