এক্সপ্লোর
Advertisement
বলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান
বলিউড আরও এক তারকাকে হারাল। চলে গেলেন প্রখ্যাত কোরিওগ্রাফার সরোজ খান। ইরফান খান, ঋষি কপূর, ওয়াজিদ খান, সুশান্ত সিং রাজপুতের পর এবার সরোজ খানের মৃত্যুর খবরে আবার শোকের মেঘ ঘনাল সিনে ইন্ডাস্ট্রিতে।
২০ জুন সরোজ খানকে মুম্বইয়ের বান্দ্রার এক হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তাঁর। চিকিত্সা চলছিল। বৃহস্পতিবার গভীর রাতে হঠাত্ই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রাত ২টো নাগাদ মৃত্যু হয় তাঁর। সরোজ খানের বয়স হয়েছিল ৭১ বছর।
সূত্রের খবর, হাসপাতালে ভর্তির পরই সরোজ খানের কোবিড নাইন্টিন টেস্টও করানো হয়। কিন্তু টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে।
প্রায় ২০০টিরও বেশি ছবিতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন সরোজ খান। মাধুরী দীক্ষিত এবং শ্রীদেবী অভিনীত বহু ছবির বহু বিখ্যাত গানের কোরিওগ্রাফি করেছিলেন তিনি। ‘তেজাব’-এর এক দো তিন, ‘বেটা’-র ধক ধক করনে লগা, ‘স্যায়লাব’-এর ‘হামকো আজকাল হ্যায় ইন্তেজার’, ‘মিস্টার ইন্ডিয়া’-র কাটে নেহি কাটতে দিন ইয়ে রাত, হাওয়া হাওয়াই, ‘চাঁদনি’র ‘ও মেরি চাঁদনি’ থেকে শুরু করে ‘জব উই মেট’-এর ‘ইয়ে ইশক হায়ে’-র মতো বহু হিট গান তাঁর ঝুলিতে রয়েছে। নিজের প্রতিভার গুণেই সিনে ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন সরোজ খান। সূত্রের খবর, মালাডে আজ তাঁর শেষকৃত্য হওয়ার কথা।
২০ জুন সরোজ খানকে মুম্বইয়ের বান্দ্রার এক হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্টজনিত সমস্যা ছিল তাঁর। চিকিত্সা চলছিল। বৃহস্পতিবার গভীর রাতে হঠাত্ই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। রাত ২টো নাগাদ মৃত্যু হয় তাঁর। সরোজ খানের বয়স হয়েছিল ৭১ বছর।
সূত্রের খবর, হাসপাতালে ভর্তির পরই সরোজ খানের কোবিড নাইন্টিন টেস্টও করানো হয়। কিন্তু টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে।
প্রায় ২০০টিরও বেশি ছবিতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন সরোজ খান। মাধুরী দীক্ষিত এবং শ্রীদেবী অভিনীত বহু ছবির বহু বিখ্যাত গানের কোরিওগ্রাফি করেছিলেন তিনি। ‘তেজাব’-এর এক দো তিন, ‘বেটা’-র ধক ধক করনে লগা, ‘স্যায়লাব’-এর ‘হামকো আজকাল হ্যায় ইন্তেজার’, ‘মিস্টার ইন্ডিয়া’-র কাটে নেহি কাটতে দিন ইয়ে রাত, হাওয়া হাওয়াই, ‘চাঁদনি’র ‘ও মেরি চাঁদনি’ থেকে শুরু করে ‘জব উই মেট’-এর ‘ইয়ে ইশক হায়ে’-র মতো বহু হিট গান তাঁর ঝুলিতে রয়েছে। নিজের প্রতিভার গুণেই সিনে ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচিতি তৈরি করেছিলেন সরোজ খান। সূত্রের খবর, মালাডে আজ তাঁর শেষকৃত্য হওয়ার কথা।
বিনোদনের
কলকাতায় এসে দক্ষিণেশ্বরে পুজো দিতে গেলেন দিলজিৎ দোসাঞ্জ
বীরসার সিরিজ 'দ্য ম্যাজিক অফ শিরি'-তে জাদু দেখিয়ে মুগ্ধ করেছেন দিব্যাঙ্কা আর জাভেদ
সিনেমার পর্দা থেকে ওটিটি, ডিসেম্বর জুড়ে বিনোদনের তালিকায় রয়েছে কী কী আকর্ষণ ?
OTT প্রেমীদের জন্য সুখবর, লঞ্চ হল ডিশ টিভির নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম 'ওয়াচো'
অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও তাঁর স্ত্রী পিয়া চক্রবর্তীর যুগলবন্দিতে গানে গানে মেতে উঠল বাইপাস লাগোয়া কেসিসি
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
খবর
Advertisement