Saif Ali Khan: বাংলায় এসে সিম কিনে মুম্বইয়ে গেছিল হামলাকারী ! সেফের উপর হামলার ঘটনার তদন্তে চাঞ্চল্য
ABP Ananda LIVE : সেফ আলি খানের ওপর হামলাকারীর বাংলা-যোগ! ধৃত বাংলাদেশির বঙ্গ-যোগ আরও স্পষ্ট। 'বাংলায় এসে সিম কিনে মুম্বইয়ে গেছিল মহম্মদ শরিফুল ইসলাম'। অগাস্ট, ২০২৪: ৬ মাস আগে মেঘালয়ের ডাউকি নদী পেরিয়ে ভারতে অনুপ্রবেশ। 'ভারতে ঢুকে পশ্চিমবঙ্গে চলে আসে মহম্মদ শরিফুল'। 'অনুপ্রেবেশের পর কয়েক সপ্তাহ এ রাজ্যে ছিল শরিফুল'। 'এ রাজ্যের এক বাসিন্দার সাহায্য়ে সিম কিনেছিল হামলাকারী'। 'খুকুমণি জাহাঙ্গির শেখের নামে নথিভুক্ত সিম নিয়েছিল শরিফুল'। 'বাংলা থেকে সিম কিনে মুম্বইয়ে পৌঁছল শরিফুল'। মুম্বইয়ে গিয়ে আধার কার্ড বানানোর চেষ্টা করলেও পারেনি, দাবি পুলিশের। ধৃত বাংলাদেশিকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ মুম্বই পুলিশের।
RG Kar Verdict: সঞ্জয়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে যাচ্ছে রাজ্য, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
আর জি কর-মামলায় চিকিৎসক ধর্ষণ-খুনে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড (RG Kar Verdict)। তবে আর জি কর-কাণ্ডে শিয়ালদা কোর্টের রায়ে সন্তুষ্ট নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বলেন মুখ্যমন্ত্রী, 'আমার হাতে থাকলে আগেই ফাঁসির অর্ডার করাতে পারতাম।' আর এবার সঞ্জয়ের মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে যাচ্ছে রাজ্য (State Government) , জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।






















