এক্সপ্লোর
Oscars : অস্কারে সেরা ডক্যুমেন্টরি শর্ট ফিল্ম বিভাগে সেরার শিরোপা 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর
অস্কারের মঞ্চে গৌরবের পালক ভারতের মুকুটে। সেরা ডক্যুমেন্টরি শর্ট ফিল্ম (Best Documentry Film) বিভাগে সেরার শিরোপা জিতল 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স' (The Elephant Whisperers)। 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'-এর পরিচালক কার্তিকি গঞ্জালভেস। ক্যুমেন্টরি শর্ট ফিল্মটির প্রযোজনা করেছেন গুণীত মোঙ্গা। ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে গর্বের আলোয় ভারতের 'দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স'।
আরও দেখুন






















