7tay Bangla (Seg 1): মাওবাদী হামলার আশঙ্কায় জঙ্গলমহলে জারি হাই অ্যালার্ট | Bangla News
মাওবাদী হামলার আশঙ্কায় জঙ্গলমহলের জেলাগুলিতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। এই অবস্থায় আরও কড়া নিরাপত্তা রাখার আর্জি জানালেন প্রাক্তন কেন্দ্রীয় গোয়েন্দা কর্তা Gadadhar Chatterjee। 'ওরা কিন্তু টার্গেট কিলিং করবে, ঝাড়খণ্ড লাইনে আরও নিরাপত্তা বাড়াতে হবে",মন্তব্য তাঁর।
গত ১৩ তারিখ বেহালায় সিন্ডিকেটের (Syndicate) দৌরাত্ম্যে ধুন্ধুমার দেখেছে রাজ্য। সোমবার ফের কলকাতার লেক গার্ডেন্সে তৃণমূল সাংসদ সৌগত রায়ের দোরগোড়ায় সিন্ডিকেটের দৌরাত্ম্য। বাড়ি ভাঙার বখরা কে পাবে তাই নিয়ে সংঘর্ষ। আহত দুই। "আমার সঙ্গে স্থানীয় কাউন্সিলর ও ওসির কথা হয়েছে, এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয়" বক্তব্য সাংসদ সৌগত রায়ের।
একটা দল যখন গণতান্ত্রিক কাঠামোতে শাসন করে তখন তার বেশ কিছু স্তর থাকে। সেই একাধিক স্তরে বুদ্ধিজীবী থেকে শুরু করে সিন্ডিকেট নিয়ন্ত্রণকারীরাও থাকে। একটি দলের সম্পূর্ণ হতে এই সমস্ত স্তরের প্রয়োজন। একটি সুসংগঠিত দলে কখনওই এই সিন্ডিকেটের অংশটিকে খুব শক্তিশালী হওয়া উচিত না। এটা হলেই তা ভুল। সৌগত রায়ের (Saugata Roy) মত বর্ষীয়ান নেতা, তা সত্ত্বেও দলে তাঁর কথার কেউ কোনও গুরুত্ব দিচ্ছে না। লেক গার্ডেন প্রসঙ্গে বললেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত।
বেসরকারি হাসপাতালে বেড ভাড়া বৃদ্ধি নিয়ে নির্দেশিকা দিল রাজ্য স্বাস্থ্য দফতর। বছরে একবারই ১০ শতাংশ বাড়ানো যাবে বেড ভাড়া। যেহেতু কোভিডের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। তাই আগের সমস্ত নিয়ম তুলে নেওয়ার কথা নির্দেশিকা দিয়ে জানাল রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। পাশাপাশি হাসপাতালে রোগী ভর্তি হলে তাদের পানীয় জলের পরিষেবা বিনামূল্যে করার কথাও বলা হয়েছ নির্দেশিকাতে।