Ahmedabad News: আমদাবাদ থেকে উড়ানের ঠিক আগে বিমানে যান্ত্রিক ত্রুটি ! রানওয়েতে ফিরল ইন্ডিগোর বিমান
ABP Ananda LIVE: আবার আমদাবাদ, ফের বিমানে যান্ত্রিক ত্রুটি । আমদাবাদ থেকে দিউ উড়ানের ঠিক আগে বিমানে যান্ত্রিক ত্রুটি সঙ্গে সঙ্গে ATC-তে বার্তা, রানওয়েতে ফিরল ইন্ডিগোর বিমান । উড়ানের ঠিক আগে ইন্ডিগোর 6E7966 বিমানে যান্ত্রিক ত্রুটি
'১৫ অগাস্ট পর্যন্ত দেখব,সংশোধন না হলে বিকল্প ভাবনা',ইঙ্গিতপূর্ণ মন্তব্যে চাপে Humayun Kabir
১৫ অগাস্ট পর্যন্ত 'ডেডলাইন', তারপরেই হুমায়ুনের নতুন দল? দলের কড়া বার্তার মুখে দলকেই চাপে ফেলে হুমায়ুনের 'ডেডলাইন'। নিশানায় জেলা নেতৃত্ব, দলকেই ফের হুমায়ুনের 'ডেডলাইন'। '১৫ অগাস্ট পর্যন্ত দেখব, সংশোধন না হলে বিকল্প ভাবনা'। 'কংগ্রেস কিংবা বিজেপিতে ফেরার সুযোগ নেই, তাই বিকল্প'। 'তৈরি করতে পারি নতুন দল, তাতে থাকবে অনেক হুমায়ুন কবীর'। মুর্শিদাবাদ তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগে ফের হুঙ্কার হুমায়ুনের । 'মুর্শিদাবাদ ছাড়াও মালদা, উত্তর দিনাজপুর, নদিয়ায় প্রচুর শুভাকাঙ্খী আছে'। দলের কড়া বার্তার মুখে এবার দলকেই ডেডলাইন ভরতপুরের বিধায়কের!


















