Air India Crash: আজ সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ । হাত লাগিয়েছে সিভিল ডিফেন্স ও স্থানীয় পুলিশ
ABP Ananda LIVE: দেশের ইতিহাসে অন্য়তম বড় এবং ভয়াবহ বিমান দুর্ঘটনা । গতকাল রাতে প্রথম দফার উদ্ধারকাজ শেষ। আজ সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ । সেনা এবং NDRF-এর সঙ্গে হাত লাগিয়েছে সিভিল ডিফেন্স ও স্থানীয় পুলিশ । মেঘানিনগরের BJ মেডিক্যাল কলেজের হস্টেলের সামনে পড়ে বোয়িং বিমানের ডানা । কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হস্টেল । দুর্ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরে একাধিক বহুতল ক্ষতিগ্রস্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বিমানের ধ্বংসাবশেষ
আরও খবর...
আমেদাবাদে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু মিছিল। ভারতের বুকে দ্বিতীয় বৃহত্তম বিমান বিপর্যয় গুজরাতের আমদাবাদে টেক অফের মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে গেল এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনার।জনবহুল এলাকায় একটি মেডিক্যাল কলেজ ও হস্টেলের উপর ভেঙে পড়ে বিমানটি। এদিকে শেষ দুই ঘণ্টায় ককপিটে ঠিক কী হয়েছিল, সেই যাবতীয় রহস্যভরা ২টি বক্সের একটি এবার উদ্ধার হয়েছে, এমনটাই খবর সংবাদমাধ্যম সূত্রে। আমেদাবাদে ওই দুর্ঘটনাগ্রস্ত বিমানের একটি Black Box উদ্ধার সম্ভব হয়েছে। আরেকটির খোঁজে তল্লাশি চলছে বলে সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে।


















