Air India Plane Crash: দেশের ইতিহাসে অন্য়তম বড় এবং ভয়াবহ বিমান দুর্ঘটনা
ABP Ananda LIVE: দেশের ইতিহাসে অন্য়তম বড় এবং ভয়াবহ বিমান দুর্ঘটনা। গতকাল রাতে প্রথম দফার উদ্ধারকাজ শেষ । আজ সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। সেনা এবং NDRF-এর সঙ্গে হাত লাগিয়েছে সিভিল ডিফেন্স ও স্থানীয় পুলিশ। মেঘানিনগরের BJ মেডিক্যাল কলেজের হস্টেলের সামনে পড়ে বোয়িং বিমানের ডানা। কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হস্টেল। দুর্ঘটনাস্থল থেকে কয়েকশো মিটার দূরে একাধিক বহুতল ক্ষতিগ্রস্ত । বিস্তীর্ণ এলাকাজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে বিমানের ধ্বংসাবশেষ।
চায়ের দোকানে মাকে খাবার দিতে এসেছিল ছেলে, বিমান দুর্ঘটনায় প্রাণ গেল বছর ১৫-র আকাশ
চায়ের দোকানে মাকে খাবার দিতে এসেছিল ছেলে, বিমান দুর্ঘটনার বলি বছর ১৫-র আকাশ। দেশের ইতিহাসে নিঃসন্দেহে অন্য়তম ভয়াবহ বিমান দুর্ঘটনা আমদাবাদে। যেখানে এক নিমেষে শেষ হয়ে গিয়েছে শত শত প্রাণ। ঝুপড়িতে ভেঙে পড়েছিল বিমান। নিজের ছেলে বাঁচাতে বিধ্বংসী আগুনের সঙ্গে লড়াই চালিয়ে গেছেন মা। কিন্তু কোথায় সন্তান ?! পিছনে তাঁকিয়ে সামনের দিকে উদভ্রান্তের মতো দৌড়চ্ছেন। ইতিমধ্যেই সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। আমদাবাদে দুর্ঘটনাস্থলেই ছিল তাঁদের চায়ের দোকান। শুধু কয়েক মুহূর্তের এদিক ওদিক। না হলে আজ শুক্রবারের সকালটাও দেখার কথা ছিল বছর ১৫-র আকাশের ! কিন্তু তা শেষ অবধি সম্ভব হয়নি। আমদাবাদের বিমান দুর্ঘটনার বিস্ফোরণের আগুনে মৃত্যু হয়েছে তাঁর।


















