Bangladeshis Arrested: কর্নাটকে গ্রেফতার ৬ বাংলাদেশি, ভারতে ঢোকার অভিযোগ, জাল নথি উদ্ধার
ABP Ananda Live: কর্নাটকের চিত্রদুর্গ থেকে গ্রেফতার ৬ জন বাংলাদেশি। কর্নাটক পুলিশের দাবি, ধৃতরা বাংলাদেশের বাসিন্দা। বলা হল, 'এ দেশে থাকতে কয়েক বছর আগে পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ঢোকেন। এরপর তারা কলকাতায় ঘাঁটি গাড়েন। জাল আধার কার্ড ও নথি এই রাজ্যে তৈরি করে কাজের জন্য ভারত জুড়ে ঘুরে বেড়িয়েছেন এই ৬ বাংলাদেশি।' কিছুদিন আগে কাজের খোঁজে কর্নাটকের চিত্রদুর্গে আসেন তাঁরা। ধৃতদের কাছ থেকে জাল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, লেবার কার্ড উদ্ধার। কর্নাটক পুলিশের হাতে বাজেয়াপ্ত ব্যাঙ্কের পাসবুক এবং একটি পাসপোর্টও। অনুপ্রবেশকারীদের অন্য উদ্দেশ্য ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে।
আরও খবর, কলকাতার ট্যাব কেলেঙ্কারিতে শিলিগুড়ি থেকে ৩ জনকে গ্রেফতার করল কলকাতা গোয়েন্দা পুলিশ। ধৃতদের মধ্যে একজন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা, পেশায় প্রাথমিক স্কুলেরশিক্ষক।