Ananda Live: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের, ১৫২ বছর পর স্থগিত রাষ্ট্রদোহ আইন| Bangla News
সুপ্রিম কোর্টে বড় ধাক্কা কেন্দ্রের। ১৫২ বছর পর আপাতত স্থগিত রাষ্ট্রদোহ আইন (Sedition Law)। জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court) । জানিয়ে দিল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ। 'কেন্দ্র পুনর্বিবেচনা না করা পর্যন্ত রাষ্ট্রদোহ আইনে কোনও মামলা নয়। মামলা রুজু থাকলেও কাউকে গ্রেফতার নয়। গ্রেফতার করতে পারবে না কেন্দ্র ও রাজ্য। জানাল দেশের সর্বোচ্চ আদালত।
অর্জুন সিংহ-কে নিয়ে জল্পনার মাঝেই একই অনুষ্ঠানে পাশাপাশি হাঁটলেন বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়ক। এদিন ভাটপাড়ায় দেখা গেল এই ছবি। নতুন শিব মন্দিরের কলসযাত্রা উপলক্ষে গঙ্গার ঘাটে একসঙ্গে পুজো করেন ভাটপাড়ার বিজেপি বিধায়ক ও অর্জুন-পুত্র পবন সিং এবং জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এরপর কলসযাত্রায় পাশাপাশি হাঁটতে দেখা যায় অর্জুন সিং ও সোমনাথ শ্যামকে। এর পিছনে রাজনীতি নেই, দাবি বিজেপি সাংসদ ও তৃণমূল বিধায়কের।
অভিমুখ বদলে ক্রমশ শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় 'অশনি'। উত্তর-পূর্ব অভিমুখে অন্ধ্র উপকূল বরাবর এগোচ্ছে অশনি। কাল সকালের মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হবে এই ঘূর্ণিঝড়। আগামীকালও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা