Morning Headlines: আজ মহাষ্টমীতে 'অসুর' হতে পারে আবহাওয়া, উপকূলের জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস | Bangla News
আজ মহাষ্টমী। মণ্ডপে মণ্ডপে চলছে অঞ্জলির প্রস্তুতি। হবে কুমারী পুজো।
অষ্টমীতে অসুর হতে পারে আবহাওয়া। আজ থেকে উপকূলের জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস। নবমীতে কলকাতায় হতে পারে বৃষ্টি।
পুজোর মধ্যেই সুখবর। জরুরি ভিত্তিতে শিশু-কিশোরদের দেওয়া যাবে কোভ্যাক্সিন। ডিসিজিআইকে কমিটির সুপারিশ। চূড়ান্ত ছাড়পত্রের অপেক্ষা।
রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা (Corona) সংক্রমণ। একদিনে আক্রান্ত ৮০০-কাছে। ১০ জনের মৃত্যু। দৈনিক সংক্রমণ ও মৃত্যুতে উদ্বেগ রইল কলকাতায়।
করোনার মধ্যেই পুজোয় ভিড় দেখে শঙ্কিত চিকিৎসকরা। শিশুদের নিয়ে বাইরে না বেরনোর পরামর্শ।
মুম্বইয়ে পারিবারিক পুজোয় কাজল। দুবাই থেকে জার্মানি, কানাডা, ওয়াশিংটন ডিসি, ডেনমার্কেও উমা বন্দনায় প্রবাসী বাঙালিরা।
করোনা পরিস্থিতির মধ্যে পুজোর আয়োজন। সতর্কতা মেনে মাতৃবন্দনার আয়োজনের জন্য ২০টি পুজো কমিটি পেল এবিপি আনন্দ সুরক্ষা পুরস্কার।
দিল্লিতে নাশকতার ছক বানচাল। ১৫ বছর ধরে থাকার পরে একে ফর্টি সেভেন-সহ পাক-জঙ্গি পাকড়াও। দিল্লির স্লিপার সেলের প্রধান বলে দাবি পুলিশের।
গোর্খা-সমস্যা নিয়ে শাহর বৈঠকের দিনই ফের রাজ্য-রাজভবন সংঘাত। পাহাড়ে আমলাতন্ত্রের অভিযোগে সরব রাজ্যপাল। দিল্লির নির্দেশে কথা বলছেন, পাল্টা তৃণমূল।
১৮ অক্টোবর থেকে স্বাভাবিক হচ্ছে অন্তর্দেশীয় বিমান পরিষেবা। একশো শতাংশ যাত্রী নিয়ে উড়ানে সম্মতি। আন্তর্জাতিক উড়ানে বহাল কড়াকড়ি।