বীরভূমের লাভপুরে তিন ভাইয়ের খুনের ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল পুলিশ
বীরভূমের লাভপুরে তিন ভাইয়ের খুনের ঘটনায় সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করল পুলিশ। সাপ্লিমেন্টারি চার্জশিটে নাম রয়েছে বিজেপি নেতা মুকুল রায়, মণিরুল ইসলাম সহ ২৩ জনের। বোলপুর আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ।তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ায় প্রতিহিংসামূলক আচরণ, প্রতিক্রিয়া বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডলের। ২০১০ সালে লাভপুরে খুন হন সিপিএম সমর্থক তিন ভাই৷ নিহতদের পরিবারের অভিযোগ ছিল, তত্কালীল ফরওয়ার্ড ব্লক নেতা মনিরুল ইসলামের বাড়িতে সালিশি সভা ডেকে তিনজনকে পিটিয়ে ও বোমা মেরে খুন করা হয়৷ রাজ্যে পালাবদলের আগে বাম শিবির ছেড়ে তৃণমূলে যোগ দেন মণিরুল। ২০১১-য় তিনি লাভপুরের বিধায়ক হন। এরপর ২০১৪ সালে সাঁইথিয়ায় এক জনসভায় সিপিএম সমর্থক তিন ভাইকে পায়ের তলায় পিষে মারার কথা বলেন তত্কালীন তৃণমূল বিধায়ক মণিরুল ইসলাম। ২০১৪ সালে চার্জশিট পেশ করে পুলিশ। সেখানে ৪২ জনের নাম থাকলেও, মণিরুলের নাম ছিল না। সম্প্রতি নিহতদের পরিবারের আবেদনের ভিত্তিতে নতুন করে খুনের মামলা শুরু হয়। তিনমাসের মধ্যে চার্জশিট জমা দেওয়ার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। গতকাল বোলপুর আদালতে সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেয় পুলিশ।