এক্সপ্লোর
Advertisement
মহিলাদের জুতোয় মাদক ভরে হংকং-এ পাচারের চেষ্টা, গ্রেফতার ২
মাদক পাচারের অভিনব ফন্দি! তবু শেষরক্ষা হল না। বুধবার রাতে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি-র জালে ধরা পড়ল ২ অভিযুক্ত। এনসিবি সূত্রে দাবি, মহিলাদের জুতোর হিলের জায়গায় কুঠুরি বানিয়ে মাদক পাচারের চেষ্টা। কলকাতা বিমানবন্দর দিয়ে ওই মাদক ভরা জুতো হংকং-এ পাচার করার পরিকল্পনা ছিল পাচারকারীদের। ক্যুরিয়র পরিষেবার মাধ্যমে ওই মাদক পাচারের চেষ্টা হয়। গোপন সূত্রে খবর পেয়ে এনসিবি-র অফিসাররা অভিযান চালান। বিমানবন্দরে জুতোর বাক্স আটক করা হয়। এরপর যিনি ওই ক্যুরিয়র করেছিলেন, তাঁর খোঁজ খবর নেওয়া শুরু হয়। খিদিরপুর এলাকা থেকে বুধবার রাতে প্রথমে গ্রেফতার করা হয় রিজওয়ান নামে এক যুবককে। তারপর গ্রেফতার করা হয় মুর্তাজা আলম নামে আরও এক যুবককে। মুর্তাজা মহিলাদের জুতোর সোলে মাদক ভরে তা দিয়েছিল রিজওয়ানকে। তারপর রিজওয়ান তা পাচারের চেষ্টা করে। এই চক্রে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখছেন এনসিবি-র অফিসাররা।
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement