এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
Alipore Zoo: শীতের চিড়িয়াখানায় নতুন সদস্য, দর্শকদের সামনে Giraffe লক্ষ্মীর ছানা
শীতের চিড়িয়াখানায় এক নতুন অতিথি। দর্শকদের সামনে আজ নিয়ে আসা হল নতুন জিরাফ ছানাকে। তাঁকে দেখে উচ্ছ্বসিত দর্শকরা।
Alipore Zoo সূত্রে খবর, গত ২৭ নভেম্বর একটি পুত্র সন্তান প্রসব করে জিরাফ লক্ষ্মী। গত ৮ দিন ধরে তাকে পর্যবেক্ষণে রেখে আজ আঁতুড়ঘর থেকে বের করে আনা হয় সেই জিরাফকে। জানা গিয়েছে, মা লক্ষ্মীর জন্ম হয়েছিল এখানেই। বর্তমানে জিরাফ পরিবারে সদস্য সংখ্যা নয়।
এদিকে, গত ২০ বছরে শহিদ জওয়ানের পরিবারকে সম্মান জানাতে বিশেষ প্রকল্প শ্রী সিমেন্টের। সংস্থার তরফে নেওয়া হল নমন প্রকল্প। এই প্রকল্পে ১৯৯৯-২০১৯, গত কুড়ি বছরে সংঘর্ষে নিহত জওয়ানদের পরিবারকে বাড়ি তৈরি জন্য যতটা প্রয়োজন সিমেন্ট সরবরাহ করা হবে। আজ থেকে গোটা দেশ জুড়ে চালু হয়েছে এই প্রকল্প।
Alipore Zoo সূত্রে খবর, গত ২৭ নভেম্বর একটি পুত্র সন্তান প্রসব করে জিরাফ লক্ষ্মী। গত ৮ দিন ধরে তাকে পর্যবেক্ষণে রেখে আজ আঁতুড়ঘর থেকে বের করে আনা হয় সেই জিরাফকে। জানা গিয়েছে, মা লক্ষ্মীর জন্ম হয়েছিল এখানেই। বর্তমানে জিরাফ পরিবারে সদস্য সংখ্যা নয়।
এদিকে, গত ২০ বছরে শহিদ জওয়ানের পরিবারকে সম্মান জানাতে বিশেষ প্রকল্প শ্রী সিমেন্টের। সংস্থার তরফে নেওয়া হল নমন প্রকল্প। এই প্রকল্পে ১৯৯৯-২০১৯, গত কুড়ি বছরে সংঘর্ষে নিহত জওয়ানদের পরিবারকে বাড়ি তৈরি জন্য যতটা প্রয়োজন সিমেন্ট সরবরাহ করা হবে। আজ থেকে গোটা দেশ জুড়ে চালু হয়েছে এই প্রকল্প।
আরও দেখুন
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement
Advertisement
ট্রেন্ডিং
Advertisement