Cyclone Jawad: ঘূর্ণিঝড়ের সঙ্গে বাংলার দূরত্ব কমতেই বকখালিতে শুরু বৃষ্টি, অশান্ত সমুদ্রও |Bangla News
এগোচ্ছে 'জওয়াদ' (Jawad), হবে না ল্যান্ডফল। বিশাখাপত্তনম থেকে ২৫০ কিমি দূরে অবস্থান। পুরী থেকে ৪৩০ কিমি দূরে রয়েছে 'জওয়াদ'। পারাদ্বীপ থেকে ৫১০ কিমি দূরে আছে 'জওয়াদ'। অন্ধ্র-ওড়িশা উপকূলে পৌঁছবে জওয়াদ। কাল দুপুরে পুরীর কাছে পৌঁছবে জওয়াদ। পুরীর কাছে পৌঁছে শক্তিক্ষয় করবে জওয়াদ। বাংলায় আসার আগেই পরিণত হবে নিম্নচাপে। সুন্দরবনের উপর দিয়ে ঢুকবে বাংলাদেশে। জওয়াদের প্রভাবে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। ভারী বৃষ্টির সম্ভাবনা দুই মেদিনীপুরে। ভারী বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনায়। বৃষ্টি হবে ঝাড়গ্রাম, হাওড়া, হুগলিতে। কাল কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা। পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। দিঘা, বকখালিতে সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা। সতর্কতামূলক প্রচার উপকূলবর্তী এলাকায়। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা।
বকখালিতে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। বকখালিতে এখনও কিছু পর্যটক রয়েছে। সমুদ্র এখন অশান্ত। আকাশ মেঘলা, ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। প্রশাসনের তরফে বারংবার প্রচার চালানো হচ্ছে।