Delhi News : ফের দিল্লির একাধিক স্কুলে বোমাতঙ্ক ! ফোনে বোমা রাখার হুমকি
ABP Ananda LIVE : দিল্লির একাধিক স্কুলে ফের বোমাতঙ্ক। ফোনে বোমা রাখার হুমকি। পড়ুয়া-শিক্ষকদের বাইরে বের সকুলে সকুলে তল্লাশি বম্ব স্কোয়াডের।
আরও পড়ুন...
ভারতের আকাশ আচমকাই আগুনে গোলার মতো এ কী! উল্কা না কী অন্য কিছু?
গভীর রাতে এক অবাক করা দৃশ্য। আকাশে আলোর ছটা। যেন অন্ধকারের চাদর সরিয়ে বেরিয়ে আসছে উজ্জ্বল কিছু। কয়েক সেকেন্ডের মধ্যেই শহরকে আলোয় ঢেকে দেয়। শুক্রবার গভীর রাতে দিল্লি ও রাজধানী অঞ্চলের বাসিন্দারা আলোকজ্জ্বল রাতের সাক্ষী থেকেছেন। দেখা যাচ্ছে, অন্ধকার রাতের আকাশে জ্বলন্ত আগুনের রেখার মতো এগিয়ে চলেছে একটি আলোকবল। পরে মাঝ আকাশেই সেটি ভেঙে একাধিক খণ্ডে ছড়িয়ে পড়ছে যা দেখে রীতিমতো বিস্মিত দিল্লি, গুরগাঁও, নয়ডা, গাজিয়াবাদ ও আলিগড়ের মানুষ। আকাশে আগুনের রেখা চোখের পলকে ঘটে যাওয়া ঘটনাটির একাধিক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।


















