Delhi News: দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে এক ছাত্রীর নির্যাতনের অভিযোগ | ABP Ananda Live
ABP Ananda Live: দিল্লিতে ফের যৌন নির্যাতনের অভিযোগ। দিল্লির সাউথ এশিয়ান ইউনিভার্সিটিতে এক ছাত্রীর যৌন নির্যাতনের অভিযোগ। যৌন নির্যাতনের অভিযোগে FIR দায়ের। 'নির্যাতিতার বয়ানের ভিত্তিতে উপযুক্ত ধারা প্রয়োগ করা হয়েছে'। ঘটনার তদন্ত করা হচ্ছে, জানিয়েছে দিল্লি পুলিশ।
দুর্গাপুর 'গণধর্ষণ'কাণ্ডে এবার গ্রেফতার নির্যাতিতার বন্ধু। ধৃত ওয়াসেফ আলি মালদার বাসিন্দা। পুলিশ জানাচ্ছে, এই ঘটনা ঘটার পর থেকেই সহপাঠীর ভূমিকা স্ক্যানারের মধ্যে ছিল। এই পরিস্থিতিতে নির্যাতিতার বিবৃতি নেওয়া হয়। আজ তিনি গোপন জবানবন্দি দিয়েছেন। তাতে বেশ কিছু তথ্য পাওয়া যায় সহপাঠীর বিরুদ্ধে। সেই তথ্যপ্রমাণ পাওয়ার পর, সহপাঠীর বক্তব্যে বেশকিছু অসঙ্গতি ধরা পড়ে। শেষমেশ তাকে গ্রেফতার করা হল। অর্থাৎ, দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে 'গণধর্ষণ' মামলায় এর আগেই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছিল। এবার গ্রেফতার করা হল নির্যাতিতার সহপাঠীকে। কিছুক্ষণ আগেই সাংবাদিক বৈঠক করে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীল কুমার চৌধুরী জানিয়েছিলেন যে, সহপাঠীর ভূমিকা সন্দেহের ঊর্ধ্বে নয়। এবার তাকে গ্রেফতার করা হল। কাল ধৃতকে আদালতে তোলা হবে।


















