Gujrat News: ভডোদরায় ভেঙে পড়ল ৪০ বছর পুরনো সেতু, নদীতে পড়ল পরপর গাড়ি | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: নরেন্দ্র মোদির রাজ্য গুজরাতে ফের ব্রিজ বিপর্যয়ে গেল প্রাণ। এবার ভডোদরায় মহিসাগর নদীর ওপর ভেঙে পড়ল গম্ভীরা সেতু। ব্রিজ থেকে নদীতে পড়ল দুটি লরি, দুটি পিক অ্যাপ ভ্যান-সহ একাধিক গাড়ি। মৃত্যু হল ১০ জনের। আহত হলেন অনেকে। অভিযোগ, ৪০ বছরের পুরনো এই সেতুর রক্ষণাবেক্ষণ ও সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরেই স্থানীয়রা অভিযোগ জানাচ্ছিলেন। এদিনের ঘটনার পর দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে গুজরাত সরকার। বছর তিনেক আগেই নরেন্দ্র মোদির সফরের সময় মোরবিতে ঝুলন্ত মোরবি সেতু ভেঙে গিয়ে প্রায় দেড়শো জনের মৃত্যু হয়েছিল। বারবার গুজরাতে ব্রিজ বিপর্যয় নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। শাসকদল মনে করিয়ে দিয়েছে ২০১৬ সালে পোস্ত উড়ালপুল ভেঙে পড়ার পর রাজ্যে ভোট প্রচারে এসে নরেন্দ্র মোদি কটাক্ষ করে বলেছিলেন 'অ্যাক্ট অফ ফ্রড'। তাহলে কি এই ব্রিজ বিপর্যয়কেও 'অ্যাক্ট অফ ফ্রড' বলবেন প্রধানমন্ত্রী? প্রশ্ন তৃণমূলের। যদিও বিজেপির সাফাই, ভডোদরায় যে ব্রিজ ভেঙে পড়েছে তা ৪০ বছরের পুরনো।
'গরম দেখাচ্ছ ?' বলেই ধর্মঘটি সিপিএম নেতাকে সপাটে চড় পুলিশ আধিকারিকের !
ধর্মঘট রুখতে কোথাও তৎপর পুলিশ, কোথাও আবার পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠল। ধর্মঘটিদের টেনে-হিঁচড়ে, চ্যাংদোলা করে গাড়িতে তুললেন পুলিশ কর্মীরা। দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে, ধর্মঘটি সিপিএম নেতাকে চড় কষালেন থানার IC। অন্য়দিকে, ধর্মঘট সমর্থকদের চড় খেতে হল পুলিশকেও। কলেজ স্ট্রিটে, প্রিজন ভ্য়ানে তোলার সময়, জোড়াসাঁকো থানার OC-কে চড় মারেন SFI নেত্রী । মোদি সরকারের বিভিন্ন শ্রম নীতির বিরুদ্ধে বাম ও কংগ্রেসের শ্রমিক সংগঠনগুলির ডাকে ধর্মঘট। ধর্মঘটের কড়া বিরোধিতা করে পথে নামল তৃণমূলের শ্রমিক সংগঠন। ধর্মঘটে অংশ নিল না আরএসএস-এর শ্রমিক সংগঠন। আর তৃণমূলের পাশাপাশি ধর্মঘট রুখতে বুধবার সক্রিয় ভূমিকায় দেখা গেল পুলিশকে। যে পুলিশ তৃণমূল দাদাগিরি করলে চুপ করে বসে থাকে বলে অভিযোগ, অনুব্রত মণ্ডল আইসির- মা ও স্ত্রীকে অশ্লীল ভাষায় আক্রমণ করলেও, পর্যাপ্ত কড়া ব্য়বস্থা নেয় না বলে অভিযোগ, বাম-কংগ্রেসের শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটের দিন সেই পুলিশকেই দেখা গেল এই ভূমিকায়।

















