Weather News: টানা বৃষ্টিতে হিমাচল প্রদেশের মান্ডিতে বিপর্যস্ত অবস্থা, মৃত ২ নিখোঁজ আরও ২
ABP Ananda Live: টানা বৃষ্টিতে হিমাচল প্রদেশের মান্ডিতে বিপর্যস্ত অবস্থা, মৃত ২ নিখোঁজ আরও ২। বৃষ্টির কারণে মান্ডিতে বেশ কিছু জায়গায় কাদা ধস নেমেছে। ধসে ক্ষতিগ্রস্ত একাধিক গাড়ি। ধস নামায় বন্ধ হয়েছে মান্ডির একাধিক রাস্তা।
দার্জিলিংয়ে বড় দুর্যোগ, ফুঁসছে তিস্তা, বিপদসীমার উপরে জল, বন্ধ কালিম্পংয়ের রাস্তা
বাংলাজুড়ে চলছে প্রবল দুর্যোগ। উত্তর থেকে দক্ষিণ , তুমুল বৃ্ষ্টিতে ভিজছে জেলা থেকে জেলা। টানা বৃষ্টিতে ভাসছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। বিপদের মুখে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাও। একটানা ভারী বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠেছে পাহাড়ি নদী তিস্তা। বিপদসীমার ওপর দিয়ে বইছে জল।খরস্রোতা তিস্তা জলে ভেসেছে সড়ক। আলগা হচ্ছে পাহাড়ের মাটি। টানা বৃষ্টির জেরে প্রতি মুহূর্তে ধস নামার আশঙ্কা। ফুঁসছে নদী। কালিম্পং-দার্জিলিং সড়ক এখন যোগাযোগ বিচ্ছিন্ন। রবিঝোরা ও ২৯ মাইল এলাকায় ১০ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে তিস্তার জল। তিস্তা ব্রিজের কাছে কালিম্পং-দার্জিলিং সংযোগকারী রাস্তা পুরোপুরি জলের তলায়। সোমবার রাত থেকেই ওই সমস্ত রাস্তায় গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বিকল্প রাস্তায় যাওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন।


















