India 2047 Summit: ইন্ডিয়া ২০৪৭ সামিট । বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । যোগ দিন আপনারাও
ABP Ananda LIVE:২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে এগিয়ে চলেছে দেশ। স্বাধীনতার ১০০ বছরে, অর্থাৎ ২০৪৭ সালের মধ্যে ভারতকে জগৎ সভার শ্রেষ্ঠ আসনে বসানোর অঙ্গীকার নিয়েছে সরকার। আগামী ২২ বছরের মধ্যে সর্বার্থেই বিকশিত ভারতের স্বপ্ন দেখছে দেশবাসী। স্বাধীনতার ৭৫ টি বছর পার করে এক গুরুত্বপূর্ণ সময়ে দাঁড়িয়ে এই উপমহাদেশ। সারা পৃথিবীর তাবড় শক্তিশালী দেশের বিশেষ আস্থা অর্জন করেছে ভারত। স্বাধীনতার শতবর্ষে উন্নত ভারত গড়ে তোলাই এখন দেশবাসীর অগ্রাধিকার।
এদেশের ইতিহাস ভরা শৌর্যগাথায়। শিল্প-সাহিত্য-সংস্কৃতির পীঠস্থান ভারত বিজ্ঞানেও একের পর এক মাইলফলক ছুঁয়েছে। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারেও গড়েছে নজির। ডিজিট্যাল ইন্ডিয়ার স্বপ্ন এখন অনেকটা হাতের মুঠোয়। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মুহূর্তে দাঁড়িয়ে ভারতের স্বপ্ন ২০৪৭ সালের মধ্যে শিখর স্পর্শ করা। যদিও পথটা কুসুমাস্তীর্ণ নয় । তবে সে-সব প্রতিকূলতাকে জয় করেও ছুঁতেই হবে লক্ষ্য। পাখির চোখ ২০৪৭। তৃতীয় পাণ্ডবের মতোই লক্ষ্যভেদে অবিচল ভারত।

















