(Source: ECI/ABP News/ABP Majha)
Bhushan Kumar: কাজের টোপ দিয়ে মহিলাকে 'ধর্ষণ', FIR দায়ের টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার বিরুদ্ধে
টি সিরিজের (T-Series) প্রতিষ্ঠাতা প্রয়াত গুলশন কুমারের (Gulshan Kumar) ছেলে ভূষণ কুমারের (Bhushan Kumar) বিরুদ্ধে ধর্ষণের মামলা। সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ভূষণ কুমারের বিরুদ্ধে মামলা। টি সিরিজের প্রজেক্টে কাজের টোপ দিয়ে ২০১৭ থেকে ’২০-র মধ্যে মহিলাকে ধর্ষণের অভিযোগ। ছবি ও ভিডিও ভাইরালের হুমকিও দেওয়া হয়, জানিয়েছেন নিগৃহীতা যুবতী।
এবিপি আনন্দের (ABP Ananda) খবরের জের। সরানো হল চুরি হয়ে যাওয়া খালের জন্য রাখা ৫টি পাম্প। সংস্কার করে খাল উদ্ধারের ভাবনা পুরসভার।
যে খালের অস্তিত্বই নেই, সেখানে জমা জল ফেলার জন্য রয়েছে পাঁচটি পাম্প। চুরি যাওয়া খালের জল ফেলতে পুরসভার থেকে ভাড়াও নিত ঠিকাদার সংস্থা। এবিপি আনন্দের এই খবর সম্প্রচারের পরই ব্যবস্থা নিল পুরসভা। শুক্রবার মহেশতলা, সন্তোষপুর পাম্পিং স্টেশনের উল্টো দিকে থাকা পাম্পগুলি সরানো হয়। জল জমা নিয়ে রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে পুরসভা।
মহেশতলার যে খাল অস্তিত্ব হারিয়েছে তা একসময় মিশত মণিখালি খালে। ভবিষ্যতে কী প্রাণ ফিরে পাবে খাল? প্রশ্ন তুলেছেন এলাকাবাসী।