Corona Third Wave: তৃতীয় ঢেউ নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী
করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা এবার প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) গলায়। গতকাল করোনা প্রভাবিত ছয় রাজ্যের মুখ্য়মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। বলেন, "করোনা প্রতিরোধে টেস্ট, ট্র্য়াক, ট্রিট এবং ভ্য়াকসিনেশন এই ফর্মুলায় জোর দিতে হবে। এই প্রেক্ষাপটে সাধারণ মানুষকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।
আবার ঘনিয়ে আসছে করোনার কালো মেঘ। থার্ড ওয়েভের(Corona Third Wave) আশঙ্কা প্রবল। এই অবস্থায় নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পল জানালেন, সংক্রমণের (Corona Infection) গতি কিছুটা কমলেও, করোনা প্রতিরোধের ক্ষেত্রে আগামী ১০০ থেকে ১২৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঝুঁকি এখনও কাটেনি বলে জানিয়েছে আইসিএমআর-ও (ICMR)। এই পরিস্থিতিতে করোনা বিধি কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আইসিএমআর-এর অতিমারী বিশেষজ্ঞ সমীরণ পণ্ডা জানিয়েছেন, অগাস্টের শেষেই ভারতে চলে আসতে পারে কোভিডের থার্ড ওয়েভ । আমরা সকলেই ঝুঁকির মুখে। কারণ সারা দেশেই আঘাত হানতে পারেন কোভিডের থার্ড ওয়েভ। পশ্চিমবঙ্গে শুক্রবার থেকেই কড়াকাড়ি কিছুটা শিথিল করা হয়েছে। সাধারণ যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা শুরু হয়েছে। দোকান, বাজারও খুলে গেছে।