India Covid Updates: বিহারে মৃত্যু বাড়ায় ফের কোভিডে দেশে রেকর্ড মৃত্যু, দৈনিক আক্রান্ত এক লাফে লক্ষের কাছাকাছি
করোনায় দেশে দৈনিক মৃত্যুতে ফের রেকর্ড। একদিনে মৃত্যু হয়েছে ৬,১৪৮ জনের। বিহারে করোনায় মৃত্যুর হার ৭৩% বেড়ে যাওয়ায় দেশে মোট মৃত্যুর সংখ্যা বৃদ্ধি হয়েছে। বিহার সরকার জানিয়েছে, এদের মধ্যে অনেকেরই হোম আইসোলেশনে থাকাকালীন মৃত্যু হয়েছে। কারও মৃত্যু হয়েছে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। প্রশাসন সম্প্রতি এই সমস্ত তথ্য নথিভুক্ত করাতে মোট মৃত্যুর সংখ্যা বেড়েছে। দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ফের এক লক্ষ ছুঁইছুঁই। এর পাশাপাশি দু'মাস পর দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১২ লক্ষের কম। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৫২ জন। একদিনে মৃত্যুর সংখ্যা ৬ হাজার ১৪৮। দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯১ লক্ষ ৮৩ হাজার ১২১। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৫৯ হাজার ৬৭৬ জনের। দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা কমে হয়েছে ১১ লক্ষ ৬৭ হাজার ৯৫২।