Journalist Death: কান্দাহরে খবর সংগ্রহে গিয়ে গুলিতে মৃত্যু পুলিৎজার জয়ী ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকির
আফগানিস্তানে পুলিৎজার জয়ী ভারতীয় সাংবাদিক খুন। ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকিকে কান্দাহারে গুলি করে খুন। ছবি প্রকাশ করে জানালেন ভারতীয় রাষ্ট্রদূত। সংবাদসংস্থা রয়টার্সের হয়ে কাজ করতেন দানিশ। আফগানিস্তানের লাগাতার সংঘর্ষের কভারেজে গিয়েছিলেন দানিশ। আফগানিস্তানে পরিস্থিতি উদ্বেগজনক, প্রতিক্রিয়া রাষ্ট্রদূতের।
অন্যদিকে, মালদা মেডিক্যাল কলেজ (Malda Medical College) হাসপাতালে অস্থায়ী কর্মীদের বিক্ষোভ। ১৭৭ জন অস্থায়ী কর্মীকে ১ অগাস্ট থেকে হাসপাতালে কাজে আসতে নিষেধ করেছে কর্তৃপক্ষ। এমনটাই অভিযোগ করেছেন তাঁরা। সূত্রের দাবি, হাসপাতালের তহবিলে টান পড়ায় এই পদক্ষেপ। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান অস্থায়ী কর্মীরা। তাঁদের দাবি, কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।
অন্য়দিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উত্তেজনা। মাইগ্রেশন সার্টিফিকেট-সহ বেশ কিছু সমস্যা নিয়ে আসেন পড়ুয়ারা। সেইসব বিষয় নিয়েই উত্তেজনা ছড়ায়।