India Strikes : জম্মুর নাগরোটায় সেনা ক্য়াম্পে সন্দেহভাজনের হামলা !
ABP Ananda Live : জম্মুর নাগরোটায় সেনা ক্য়াম্পে সন্দেহভাজনের হামলা ! একদিকে পাকসেনার হামলা ,অন্য়দিকে জঙ্গিদেরও হামলা । জম্মুর নাগরোটায় সেনা ক্য়াম্পে , চলল গুলির লড়াই।৩ ঘণ্টার মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করল ইসলামাবাদ। সেনা সূত্রে খবর, আন্তর্জাতিক সীমান্ত বরারবর ১১ জায়গায় সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। ৯টি শহরের আকাশে দেখা যায় পাক ড্রোন। এর মধ্যেই ফের উত্তপ্ত হয় জম্মুর একাংশ। সেখানে পাকিস্তানের গোলা বর্ষণ চলে। এক বিএসএফ সাব ইনস্পেক্টরের মৃত্যুও হয়। এদিকে একদিকে পাক সেনার হামলা, আরেকদিকে জঙ্গিদেরও হামলা? সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, জম্মুর নাগরোটায় সেনা ক্যাম্পে সন্দেহভাজনের হামলা। অনুপ্রবেশে বাধা দিতে গেলেই চলে গুলি এমনটাই খবর,সূত্রের । নাগরোটা মিলিটারি ক্যাম্পে সন্দেহভাজন, গুলির লড়াই। সন্দেহভাজনের গুলিতে এক সেন্ট্রি আহত, জানাল সেনা, সন্দেহভাজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী।

















