এক্সপ্লোর
বেইরুট বিস্ফোরণে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল, হেল্প লাইন খুলল ভারতীয় দূতাবাস
বেইরুট বিস্ফোরণে মৃতের সংখ্যা ১০০ ছাড়াল। আহত কমপক্ষে চার হাজার। গতকাল লেবাননের রাজধানী তথা বন্দর শহর বেইরুটে জোড়া বিস্ফোরণ ঘটে। পরপর দুটি বিস্ফোরণে কার্যত লন্ডভন্ড হয়ে যায় লেবাননের বন্দর শহর। প্রশাসনের তরফে পরে জানানো হয়, বন্দরের গুদামে মজুত থাকা ২ হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেট থেকেই বিস্ফোরণ ঘটে। কিন্তু কেন বিস্ফোরণ ঘটল, তার কারণ এখনও স্পষ্ট নয়। বিস্ফোরণের তীব্রতায় তছনছ হয়ে যায় বন্দরের আশপাশের এলাকা। ভেঙে গুঁড়িয়ে যায় বাড়ি। ধ্বংসস্তূপের নীচে বহু মানুষের চাপা পড়েন। কী কারণে বিস্ফোরক মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। লেবাননে থাকা ভারতীয় নাগরিকদের সম্পর্কে তথ্য আদানপ্রদানের জন্য ভারতীয় দূতাবাসের তরফে খোলা হয়েছে হেল্প লাইন।
আরও দেখুন

















